পূর্বাচল থেকে উদ্ধার হওয়া গলাকাটা মরদেহের পরিচয় মিলেছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার হওয়া নারীর গলাকাটা মরদেহের পরিচয় মিলেছে। তার নাম রানী (২৯)। সোমবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সোমবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় জানা যায়।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত রানী রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মো. কাশেমের মেয়ে।
মেহেদী ইসলাম জানান, সোমবার সকাল ৮টার দিকে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাদের একজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গত রাতে দুর্বৃত্তরা ঘটনাস্থলেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে গেছে।
মরদেহ শনাক্তের বিষয়ে তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হবে। দ্রুতই আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারব।
মেহেদী হাসান সৈকত/আরএআর