জামিন নিতে গিয়ে আ. লীগের ৮ নেতা কারাগারে
জামালপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ থানায় ৫টি নাশকতার মামলায় মাদারগঞ্জ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে যাওয়া নেতারা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জামিল হাসান তাপস বলেন, বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকায় আদালত জামিন নামঞ্জুর করে তাদের আদালতে পাঠিয়েছেন।
গত বছর ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ মডেল থানার এসআই শোভন সাহা ছাড়াও শাহীন শাহ ও আবদুল আল মামুন মাদারগঞ্জ মডেল থানায় এসব মামলা করেন।
মুত্তাছিম বিল্লাহ/আরএআর