ফার্মেসি বন্ধ করে ধর্মঘট, প্রতিবাদে সড়ক অবরোধ রোগীর স্বজনদের
বরিশালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয় রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট ডেকেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীরা। এদিকে ফার্মেসি বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা।
গতকাল বিকেল ৫টার দিকে নগরীতে মাইকিং করে সব ওষুধের দোকান বন্ধ করে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে নগরীর ৫ শতাধিকসহ জেলার কয়েক হাজার ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন জনসাধারণ।
এই ঘটনায় প্রয়োজনীয় ওষুধ না পেয়ে সন্ধ্যার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোড অবরোধ করে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা।
স্বজনরা জানিয়েছেন, সমিতির দ্বন্দ্বে কার্যালয় ভাঙা হলে ফার্মেসি বন্ধ করে রোগী ভোগান্তি বাড়ানো উচিত হয়নি। তাদের হাতে আমরা জিম্মি।
আরও পড়ুন
এর আগে বরিশাল নগরীর সদর রোডে রোববার বরিশাল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির অফিস ভাংচুরের ঘটনা ঘটে। দুপুরে কোতয়ালী মডেল থানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম। এই ঘটনায় অভিযুক্ত পাশ্ববর্তী পর্যটন হোটেলের মালিক ইকবাল আজমকে দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানান নেতাকর্মীরা। তারা সন্ধ্যার পর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেন। একইসাথে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বেলাল হোসাইন বলেন, বিবাদমান গ্রুপগুলোর সাথে আমরা কথা বলছি। উভয়পক্ষকে যার যার অবস্থান থেকে সংযত থাকার আহ্বান করা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।
সৈয়দ মেহেদী হাসান/এনএফ