পবিপ্রবির রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ইকতিয়ার উদ্দিন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন পবিপ্রবির কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।
রোববার (৫ জানুয়ারি) পবিপ্রবির বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত রেজিস্ট্রার ড. ইকতিয়ার উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক অসামান্য সম্মান এবং একইসঙ্গে একটি বড় চ্যালেঞ্জ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার মহোদয়ের প্রতি, যারা আমাকে এ সুযোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমার প্রধান লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, দক্ষ ও গতিশীল করা এবং শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পবিপ্রবিকে দেশের শীর্ষ স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে পারব।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নতুন রেজিস্ট্রারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ড. ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আমরা একসঙ্গে কাজ করে পবিপ্রবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।
উল্লেখ্য, ড. মো. ইকতিয়ার উদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে বিএসসি (অনার্স) এবং ২০০৫ সালে কৃষি সম্প্রসারণে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি এবং নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে ২০২১ সালে পোস্ট ডক্টরাল ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা জীবনে তিনি ২০০৬ সালে প্রভাষক হিসেবে পবিপ্রবিতে যোগ দেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে জার্মানি, ফিনল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা করেছেন।
এছাড়াও বর্তমানে তিনি বিএনপিপন্থি সাদা দলের সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইউট্যাব) যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মো. রায়হান/এসএসএইচ