উলিপুরে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামের উলিপুরে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম দরবেশ আলী (৫২)। তিনি থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নিয়ে পাশের রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সবুর মিয়া ও একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগেও দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
এরই জেরে রোববার দুপুরে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দরবেশ আলী আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
দলদলিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান মিয়া বলেন, চরটি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকারি)। প্রতি বছর চরটিকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। আজও (রোববার) চর দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এতে দরবেশ আলী নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সবুরের খালাত ভাই।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এসএসএইচ