পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান মাসুদ ইকবাল
পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার (৫ জানুয়ারি) সকালে তিনি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হন।
এর আগে গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন এবং রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন। রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সহকারী নৌবাহিনী প্রধান-P(Personnel) হিসেবে নৌ সদর দপ্তরে কাজ করবেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক বিভাগ) আজিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
এসএম আলমাস/এএমকে