বাগেরহাট জেলা ছাত্রশিবিরের নেতৃত্বে মোরশেদ ও আব্দুল্লাহ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের জন্য জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন হাফেজ মোরশেদ আলম এবং সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের আল ফারুক সোসাইটি মিলনায়তনে এক জরুরি সদস্য সম্মেলনের মাধ্যমে খুলনা অঞ্চলের শাখাগুলোর নতুন কমিটি ঘোষণা করা হয়।
হাফেজ মোরশেদ আলম গত বছর বাগেরহাট জেলা শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, আহমেদ আব্দুল্লাহ গত কমিটিতে দপ্তর সম্পাদক ছিলেন।
২০২৪ সালে ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান সাইফ।
শেখ আবু তালেব/এমজেইউ