আজহারীর মাহফিল শুনে বাড়ি ফেরা হলো না আব্দুর রশিদ গাজীর
সাতক্ষীরার শ্যামনগরে এক দুর্ঘটনায় আব্দুর রশিদ গাজী (৬০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রশিদ গাজী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়েছিলেন। ওয়াজ মাহফিল শেষে শনিবার সকালে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বাসযোগে বংশীপুর পর্যন্ত এসে তারা ব্যাটারিচালিত ভ্যানে ওঠেন। ভ্যানটি পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত আব্দুর রশিদের গলায় থাকা মাফলার ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। মুহূর্তেই তার গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইব্রাহিম খলিল/এসএসএইচ