মেঘনা টোলপ্লাজায় ৬০ কেজি গাঁজাসহ ধরা ২ মাদক কারবারি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় কার্গো গাড়ি থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। পরে রাত সাড়ে ৯টায় তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, গাঁজা বহনকারী কার্গোটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারি কাশেম (৩৭) কুমিল্লা জেলার উটবাড়ী গ্রামের কদম আলীর ছেলে এবং ইনসান মিয়া একই জেলার ধনুয়াইশ গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
আরও পড়ুন
জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে ৬০ কেজি গাঁজা ও বহনকারী একটি কার্গোসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১১ একটি দল ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।
মো. মীমরাজ হোসেন/এসএসএইচ