ভোট চুরি করে আমরা ক্ষমতায় যেতে চাই না : কৃষক দলের সম্পাদক
কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বাংলাদেশের মানুষ ১৫ বছর ভোটের কোনো অধিকার পায়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আমরা ১৫ বছর লড়াই করেছি। দেশে শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করুন। আমরা ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় যাওয়া কোনো অপরাধ নয়। ভোট চুরি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। বাংলাদেশের মেহনতি মানুষ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা ক্ষমতায় যাব। আর যদি ভোট না দেয় সেটাও আমরা মেনে নেব। কিন্তু মানুষের ভোট নিয়ে যদি তালবাহানা করেন, আবার আমরা রাজপথে নামব।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে খানখানাপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কৃষক দলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে এখনো ৬০-৭০ ভাগ মানুষ কৃষি পেশায় যুক্ত আছে। এখনো কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেক সরকার আসে অনেক সরকার যায়, আর কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কৃষক দরিদ্র থেকে দরিদ্রই হয়। আর লুটেরারা বিদেশে টাকা পাচার করে। বাংলাদেশ এখনো ৬০ ভাগ কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশে এখনো গার্মেন্টসে যারা উৎপাদন করেন তারা ৮০ ভাগ কৃষকের সন্তান। তারেক রহমান ঘোষণা করেছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের জন্য প্রত্যেক ইউনিয়নে কৃষি ক্রয় কেন্দ্র নির্মাণ করব, ক্ষমতায় গেলে আমরা শস্যাগারের ব্যবস্থা করব। ক্ষমতায় গেলে সহজ শর্তে ও কোথাও কোথাও বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করব। কৃষকরা যাতে বেশি বেশি ফসল ফলাতে পারেন এজন্য গ্রামে গ্রামে আমরা কৃষি সমিতির ব্যবস্থা করব।
আরও পড়ুন
মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেন, গত ৫ আগস্ট ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। আল্লাহর রহমতে আগের চেয়ে মানুষ এখন ভালো আছে। এখন কেউ আর গলাটিপে ধরে না, সবাই কথা বলতে পারে। বাংলাদেশের জন্য দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি। খালেদা জিয়ার ওপর যে অত্যাচার করা হয়েছে কিন্তু তিনি কখনো নতি স্বীকার করেননি।
জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আয়ুবের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেলিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান, সহ সম্পাদক মো. আবুল হাসান মিয়া।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএসএইচ