দিনাজপুরে হাসপাতালের ৪ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চার তলা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে পড়ে ওই রোগীর মৃত্যু হয়।
দিবাকর দাস রয়েল দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, চার তলায় মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ড থেকে বারান্দায় গিয়ে লাফ দিয়ে ওই রোগী আত্মহত্যা করেছেন। তার মানসিক সমস্যা ছিল।
দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, হাসপাতাল থেকে দিবাকর দাস রয়েল নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এ বিষয়ে তদন্ত চলছে। থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
সোহাগ গাজী/আরএআর