আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে পাঁচজন আহত
যশোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে। এ সময় পদদলিত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।
আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে তারা পুলেটহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। এতে পদদলিত হয়ে তারা আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখখানেক মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হয়। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এ জন্য অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছায়। বিকেল থেকে মাহফিলের স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য দেন।
এদিকে মাহফিল উপলক্ষ্যে চার দিনব্যাপী ইসলামী বইমেলা ও প্রদর্শনী করা হয়েছে। মেলায় ২২টি স্টল রয়েছে। এ ছাড়া শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।
এমজেইউ