‘ইতিহাস কাউকে ক্ষমা করে না, মুজিববাদ-ফ্যাসিবাদ এখন কোথায়?’
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, ২০২৩ সালে আমাকে রাজবাড়ী গোল্ডেন জুট মিলের সামনে বিনা ভোটের এমপি লুটেরা জিল্লুল হাকিমের নির্দেশে সন্ত্রাসীরা আমার গাড়িবহরে হামলা চালিয়েছিল। সেই বিনা ভোটের এমপি জিল্লুল হাকিম এখন কোথায়? ইতিহাস কাউকে ক্ষমা করে না, সেই জিল্লুল হাকিম এখন নেই। মুজিববাদ-ফ্যাসিবাদ কোথায়?, নেই। ছাত্র-জনতা জেগে ওঠায় হাসিনা পালিয়ে গেছে। হাসিনার পেটোয়া বাহিনীর হাতে হাজার হাজার ছাত্র-জনতা নিহত এবং আহত হয়েছে, আমি নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনডিএম বালিয়াকান্দি শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের নির্দেশে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আমরা অগ্রভাগে ছিলাম। শেখ হাসিনার ছেলে লুটেরা জয় (সজীব ওয়াজেদ জয়) এবং টিউলিপের (টিউলিপ সিদ্দিক) বিরুদ্ধে মামলা করেছি। ইতোমধ্যে টিউলিপকে গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে জয় এবং টিউলিপকে জেলের ভাত খাওয়াতে পারি।
মোমিনুল আমিন বলেন, আমি আপনাদের সন্তান, গরিব-দুঃখী মানুষের কথা মাথায় রেখে রাজবাড়ী-২ আসন (পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি উপজেলা) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে প্রথমেই এই পাইককান্দি গ্রামকে উন্নয়নের রোল মডেল করতে চাই। বালিয়াকান্দিতে একটি বিশেষায়িত মডেল হাসপাতাল গড়ে তোলা হবে এবং সেখানে ক্যানসারের মতো কঠিন রোগের মানুষদের সেবা দেওয়া হবে। আগামী মাস থেকে তিনটি উপজেলার বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে দুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি সরকারি কলেজে কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে করে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা সহজেই দেশের বাইরে বা দেশের মধ্যে কর্মসংস্থান খুঁজে পায়।
এনডিএমের বালিয়াকান্দি শাখার আহ্বায়ক মো. রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনডিএমের ছাত্রবিষয়ক সম্পাদক শেখ মো. ফরিদ, কেন্দ্রীয় কমিটির নেতা মাসুদ রানা জুয়েল,আদনান শামীম, বালিয়াকান্দি উপজেলার যুগ্ম আহ্বায়ক এস এম বাবু প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। এ সময় এলাকার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/রাজবাড়ী