‘আওয়ামী লীগ কৃষিখাতে উন্নয়নের নামে লুটপাট করেছে’
আওয়ামী স্বৈরাচার সরকার কৃষিখাতের উন্নয়নের নামে লুটপাট করেছে। নানান অজুহাতে কৃষকদের সার-ওষুধের দাম বাড়িয়েছে। এতে কৃষকদের ফসল উৎপাদন খরচ বেড়েছে, কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা জেলা বিএনপি নেতারা।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় চরসামাইয়া ইউনিয়ন কৃষকদল আয়োজিত এক কৃষক সমাবেশে এসব কথা বলেন তারা।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জীবন-মান উন্নয়নে কাজ করবে। শেখ হাসিনা কৃষিখাতসহ দেশের সবগুলো খাতকে ধ্বংস করে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গেছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।
আরও পড়ুন
সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য বশির আহমেদ।
খাইরুল ইসলাম/এমএসএ