ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা
ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল থেকে বেতাই গ্রামের মাঠে প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। এতে ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার মোট ১৬টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুর ১২টায় প্রথম রাউন্ডের খেলা শুরু হয়।
স্থানীয় গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মাঠে বসে গ্রামীণ মেলা। মেলায় বাহারি খাবার, পিঠাপুলির দোকান, নাগরদোলা, মিষ্টি পান, মুড়ি-মুড়কি, ছাঁচের মিষ্টি, খেলনার পসরা সাজান দোকানিরা। শিশু কিশোরদের পদচারণায় মুখর হয় মেলা প্রাঙ্গণ।
আরও পড়ুন
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, প্রেস ক্লাবের সহ সভাপতি আসিফ ইকবাল মাখন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইজ্জত আলী মাস্টার।
আয়োজকরা জানান, প্রতি বছর ঐতিহ্যবাহী এ আয়োজন করা হয়। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর এবার প্রথম আয়োজন। মানুষের মাঝে এবার উৎসবের আমেজ ছিল ভিন্ন রকম। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ফাইনাল রাউন্ডে জেলার মহেশপুর উপজেলা থেকে আসা কুরবান আলীর গরুর গাড়ি বিজয়ী হয়।
প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হিসেবে নড়াইল জেলার নুরু মিয়া ও দ্বিতীয় রানার্সআপ হিসেবে যৌথভাবে যশোরের বাঘারপাড়ার ওয়ালিদ মিয়া ও শহিদুল ইসলাম বিজয়ী হন।
আব্দুল্লাহ আল মামুন/এমএ