সাতক্ষীরায় অবৈধ ইটভাটায় অভিযান : তিন লাখ টাকা জরিমানা
পরিবেশের কোনো ছাড়পত্র, লাইসেন্স ও ফায়ার সার্ভিসের অনুমতি এবং ভ্যাট-ট্যাক্সের নথি না থাকায় সাতক্ষীরার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামে অবৈধ ইটভাটার মালিক কামরুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটাটি সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই অভিযানে পার্শ্ববর্তী একটি ভাটার মালিক আব্দুল কুদ্দুসের কাঁচা ইট ধ্বংস করে তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এই অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানিয়েছেন, সাতক্ষীরায় চলতি ইটভাটা মৌসুমে ৯৫টি ভাটা কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে মাত্র ৩০টি ভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকিগুলো উচ্চ আদালতের রিটের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রিট নিষ্পত্তি হওয়ার পর পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।
আরও পড়ুন
এর আগে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরার কাশেরপুর এলাকার এম আর ব্রিকসে অভিযান চালানো হয়। সেখানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই দিনে মেসার্স এম এম ব্রিকসকে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে চার লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষায় এমন অভিযান কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আইন লঙ্ঘন বন্ধ করা সম্ভব হবে। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে আইনের কঠোর বাস্তবায়ন এবং সঠিক নজরদারি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।
ইব্রাহিম খলিল/এআইএস