চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কা খেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ (২৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাংগারিয়া গ্রামের মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে।
আরও পড়ুন
রেলওয়ে পুলিশের সূত্র থেকে জানা যায়, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম খলিলুল্লাহ সম্ভবত ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে এক রিকশাওয়ালা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং রাজশাহী নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মীম ওবাইদুল্লাহ বলেন, রেল লাইনের পাশে এক যুবককে পড়ে থাকা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে এমন খবর শুনেছি। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে মহাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
আশিক আলী/এআইএস