নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ জুলাই ৪৩ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। যেখানে আমিনুল হককে আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্যসচিব করা হয়। আমিনুল হকের মৃত্যুর পর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান শহিদুল ইসলাম বাচ্চু।
গোলাম রাব্বানী/এমজেইউ