‘অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন কায়কোবাদ। অঝোর কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে বলেন, আজকে কোনো সম্বোধন করব না। আজকে শুধু আল্লাহর শোকর আদায় করব। আমার আম্মাজান, যিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, তার জানাজায় আমি আসতে পারিনি। তার শেষ সময়টুকুতে পাশে থাকতে পারিনি। ফ্যাসিবাদের আমলে অনেক ভাই তাদের বাবার জানাজায় আসতে পারেননি। অনেক ভাই তাদের সন্তানের সঙ্গে ঘুমাতে পারেননি। গত ১৬টি বছর অনেকের কাজকর্ম বন্ধ ছিল। অনেক মায়ের চোখের পানিতে কাপড় ভিজত সন্তানের জন্য। এমনটা ছিল বাংলাদেশের অবস্থা।
আরও পড়ুন
ইউএনও এবং ওসিদের উদ্দেশে তিনি বলেন, কেউ কেউ এখনও ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ করছে। নিজের পছন্দ মতো ইউএনও, ওসি, এসপি আনেন। ইউএনও এবং ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন জালিম সরকার বিদায় নিয়েছে তবে এখনও কেন অনেক ইউএনও, ওসি কথা বলতে ভয় পায়। আপনারা কেন ভয় পান, আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন। আপনাদের অফিসে যারা যাবে হাসি মুখে তাদের গ্রহণ করবেন এবং কথা বলবেন। জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে প্রশাসনকে চলতে হবে। যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে।
দীর্ঘ তের বছর পর জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় কায়কোবাদকে বহনকারী গাড়িটি মুরাদনগর উপজেলা সদরে প্রবেশ করলে তাকে একনজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে।
দীর্ঘদিন পর মুরাদনগরে এসে শোকরানা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজি এয়াকুব ওসমানী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ, কামাল ভূইয়া, নজরুল ইসলাম, আজিজ মোল্লা, আমজাদ আলী তছু প্রমুখ।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে তেরো বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ২৮ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে অবতরণ করেন।
আরিফ আজগর/এআইএস