নারায়ণগঞ্জ কৃষকদলের কমিটি বিলুপ্ত
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। সেইসঙ্গে অতিদ্রুত নারায়ণগঞ্জ কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে। কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদ্য সাবেক সদস্য সচিব কায়সার রিফাত বলেন, কমিটি বিলুপ্ত করা হয়েছে। দল যা মনে করেছে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর ডা. শাহীন মিয়াকে আহ্বায়ক ও কায়সার রিফাতকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছিলো।
মেহেদী হাসান সৈকত/এমএসএ