সাংবাদিক সজিবের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
নড়াইলে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বুধবার (১ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা গেটের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক জহির ঠাকুর, রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, ওবায়দুর রহমান, নয়ন শেখ, কাজী ইমরান, রাশেদ রাশু এবং মনির খান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে সাংবাদিক সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতার আনার দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, গত সোমবার (৩০ ডিসেম্বর) রাতে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর ওপর সময় টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদ মিলন/আরএআর