‘আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সাধারণ জনগণ ভোটের অধিকারের জন্য সাড়ে ১৫ বছর সংগ্রাম করেছে। স্বাধীনভাবে কথা বলার জন্য ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে, তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি।
তিনি বলেন, ছাত্র-জনতাকে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা, পরবর্তীতে স্বৈরাচার এরশাদের পতন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যত অর্জন রয়েছে তার পেছনে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। সংবিধান সংশোধন করবে বাংলাদেশের জনগণে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাই ছাত্র সমাজকে সবসময় সজাগ থাকতে হবে।
দুলু বলেন, নাটোরে আর কোনো চাঁদাবাজি-টেন্ডারবাজির স্থান নেই। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, জনগণ নির্বিঘ্নে চলাফেরা করবে। যারা এই সুন্দর বেশ নষ্ট করবে কিংবা অপকর্মে লিপ্ত থাকবে তাদেরকে রুখে দেওয়ার জন্য ছাত্র-জনতার প্রতি আমার আহ্বান রইল।
সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।
গোলাম রাব্বানী/এমএসএ