কলারোয়ায় বিদেশি মদসহ আটক ৫, রয়েছেন ভারতীয় নাগরিকও
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ এবং একটি ইজিবাইকসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এসময় ইজিবাইকে থাকা ব্যক্তিদের কাছ থেকে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সেই সাথে ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— ভীম দাস (৪৩), পলাশ চন্দ্র ঢালী (২৫), সৌরভ গোমস্তা (২৪), রাজু আহম্মেদ (২৬), এবং দীলিপ দাস (৫০)।
আরও পড়ুন
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, অভিযানে উদ্ধারকৃত মদ ও ইজিবাইক থানায় রাখা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই ধরনের অভিযান কলারোয়া থানার এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইব্রাহিম খলিল/এনএফ