মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-রাখাইন ঐক্যের বিকল্প নেই
পটুয়াখালীর কুয়াকাটায় জামিয়া মহিউসসুন্নাহ কমপ্লেক্সে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার জামিয়া মহিউসসুন্নাহ মাদরাসার মিলনায়তনে ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাখাইন, হিন্দু, খ্রিস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় লুট, হামলা ভাঙচুর করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টার অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, রাখাইন ঐক্যের বিকল্প নেই।
ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরিব অসহায় মসলিম, হিন্দু, রাখাইনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের অভিভাবক ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন উপস্থিত থেকে সবার মাঝে উপহার তুলে দিয়েছেন।
এসএম আলমাস/আরকে