নরসিংদী জেলা পরিষদের সদস্য গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য রাজিব আহমেদকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা প্রাঙ্গণ থেকে রায়পুরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সন্ধ্যায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি জানান, নরসিংদী মডেল থানার রিকোজিশনে তাকে রায়পুরা উপজেলা পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক তিনি বলেন, রাজিবকে রায়পুরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আমি এখন বাইরে আছি, বিস্তারিত পরে বলছি।
তন্ময় সাহা/এসএসএইচ