বিএনপির নামে কেউ চাঁদাবাজি-দখলবাজি করলে সোজা পুলিশে ধরিয়ে দেবেন
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির নামে বা বিএনপি নেতার নামে কেউ যদি চাঁদাবাজি বা দখলবাজি করে তাকে আপনারা সোজা পুলিশে ধরিয়ে দেবেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে অসহায় মানুষের মাঝে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারা দেশের মতো নগরকান্দা এবং সালথাও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু এখানে বক্তারা যেরকমটা বললেন ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র কিন্তু চলছে। সচিবালয় যখন পুড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন অযাচিত ঘটনাগুলো ঘটে তখন আমাদের মনে হয় ফ্যাসিবাদের দোসরা, আওয়ামী লীগের দোসরা আমাদের আশপাশেই আছে। সেখান থেকে উঠে আসতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমাদের ভেতরে যেসব বেইমানরা আছে তারা সুযোগ পাবে না।
শামা ওবায়েদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল পর্যন্ত একটি মেসেজ বারবার দিচ্ছেন। নগরকান্দা-সালথায়ও একই কথা। আমার দলের নাম ভাঙিয়ে বা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা দখলবাজি করবে, ওবায়দুর রহমানের মেয়ে হিসেবে আমি এটা কোনোভাবেই গ্রহণ করব না। সেখানে আপনি আমার যত আপন লোকই হোন না কেন। আমি আপনাকে ছাড় দেব না। সুতরাং ঐ সমস্ত ব্যাপার নিয়ে বা তদবির নিয়ে আপনারা আমাকে ফোন দেবেন না, আমার সামনেও আসবেন না।
তিনি আরও বলেন, দেশের মানুষ একটি যৌক্তিক সময় নির্বাচন দেখতে চায়। যতক্ষণ পর্যন্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসবে, ততদিন দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব না। এজন্যই গত ১৫ বছর বিএনপি লড়াই সংগ্রাম করে আসছে।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এজন্যই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয় তার সবই ৩১ দফায় রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ, খ্রিষ্টান তথা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশি হিসেবে থাকবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হোসেন টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
জহির হোসেন/এমজেইউ