বিএনপির আন্দোলনের ফসল বর্তমান সরকার : রাজিব
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, গত ১৭ বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির বহু নেতাকর্মী খুন-গুম হয়েছে। সেই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের আবির্ভাব। বর্তমান সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজিব আহসান বলেন, দ্রুত সুষ্ঠু নির্বাচন না দিলে বর্তমান সরকার জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে জনসাধারণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশের স্বার্থে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিলেও দলের নেতাকর্মীরা তা বাস্তবায়নে কার্পণ্য করবে না।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর শাখা বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন মেহেন্দিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আহমেদ সেলিম এবং পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর