২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপি নেতাসহ আটক ৯
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতাসহ ৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোররাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মহিপুর মৎস্য বন্দর থেকে এ মাছ পাচার করছিল একটি চক্র। এ সময় পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইউনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরানসহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করেন এবং মাছ লুট করে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে আটক করে এবং পিকআপ ও প্রাইভেটকারসহ শাপলাপাতা মাছ জব্দ করে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হবে। এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ূন শিকদার বলেন, এখন পর্যন্ত আমি এ বিষয়ে কিছু জানি না। তবে তারা যদি এরকম কিছু করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের দলে উচ্ছৃঙ্খল, চাঁদাবাজদের কোনো স্থান নেই।
এসএম আলমাস/এমএ