বছরের শেষ দিন ভিন্ন আয়োজনে মাতবে মেঘের রাজ্য
বছরের শেষ দিনে থার্টি ফার্স্ট নাইটে মেঘের রাজ্য আয়োজিত হতে যাচ্ছে সাজেক ফেস্টিভ্যাল।
আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে প্রথমবারের মতো কটেজ মালিক সমিতি অব সাজেকের উদ্যোগে এবং মনটানা রেস্টুরেন্টের পরিচালনায় নানা আয়োজনে উদ্যাপিত হবে সাজেক ফেস্টিভ্যাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কটেজ মালিক সমিতি অব সাজেক সূত্রে জানা যায়, সাজেক ভ্যালি এবং পাহাড়ের ইতিহাস, ঐতিহ্যকে দেশের মানুষের সামনে তুলে ধরতে এইবার প্রথমবারের মতো এমন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে লাইভ মিউজিক পারফরম্যান্স, ক্যাম্পফায়ার, ট্রেডিশনাল হেরিটেজ প্রদর্শনী, কালচারাল শো এবং ট্রেডিশনাল নৃত্য, গেমস, সম্মাননা ও পুরস্কার বিতরণী থাকবে। মঙ্গলবার বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকরা অংশ নিতে পারবেন।
মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা বলেন, ফেস্টিভ্যাল উপলক্ষ্যে আমাদের রিসোর্টে শতভাগ বুকিং রয়েছে। আজ মোটামুটি পর্যটক এসেছে। আগামীকাল অনেক পর্যটকের সমাগম হবে বলে আশা করছি।
কটেজ মালিক সমিতি অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, সাজেকের ইমেজ সারা দেশের মানুষের কাছে তুলে ধরতে এবং পর্যটকদের নতুন আয়োজনে বরণ করে নিতে আমাদের এই উদ্যোগ। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ফেস্টিভ্যালে বিভিন্ন কালচারাল ইভেন্টের পাশাপাশি গেমসসহ আরও অন্যান্য প্রোগ্রাম থাকবে। আশা করছি খুবই উপভোগ্য একটি প্রোগ্রাম হবে।
ফেস্টিভ্যাল পার্টনার হিসেবে আছে সাজেক লুসাই গ্রাম এবং স্পন্সর করেছে ম্যাডভেঞ্চার রিসোর্ট সাজেক।
মিশু মল্লিক/এমএন