পিরোজপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগের পাহাড়
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। গতকাল পিরোজপুরের ইন্দুরকানি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাজমুল হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ইউনিয়ন পরিষদ আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতোই পরিষদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন। কোনো সদস্য এর প্রতিবাদ করলে তিনি তাদের সাথে খারাপ ও অশালীন আচরণ করেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদ থেকে চাল ও পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয় চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে। পাশাপাশি পরিষদের সদস্যদের সম্মানী ভাতা প্রদান না করার অভিযোগও করেন চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ ছাড়াও টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প এবং ভিজিডি ও ভিজিএফের কার্ড নিজের ইচ্ছেমতো বরাদ্দ দেওয়া এবং সেখান থেকে অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়।
লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা আরও অভিযোগ করেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিবি থেকে বরাদ্দ পাওয়া প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। এ ছাড়াও সরকারের গৃহ নির্মাণ প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগ আনেন চেয়ারম্যানের বিরুদ্ধে।
উপজেলা কৃষি অফিস থেকে ওই ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার, ধান ও ডালসহ অন্যান্য কৃষি উপকরণ নিজের পছন্দের লোকদের মাঝে বিতরণের অভিযোগও তোলা হয়।
আরও পড়ুন
এদিকে উপজেলা জেপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বর্তমানে একটি নাশকতা মামলার আসামি হওয়ায়, ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে আসেন না তিনি। এতে করে ওই ইউনিয়ন পরিষদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন পরিষদের সদস্যরা।
তাই এ বিষয়গুলো তদন্ত করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
পরিষদের সাত সদস্যের সম্মতিতে তিনজন ইউপি সদস্য উপস্থিত থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
শাফিউল মিল্লাত/এনএফ