অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ১৩
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় চাঁদপুর কোস্টগার্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের বেলতলি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনোয়ারুল হক/আরকে