ফেনী সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান আটক
ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তির নাম গিলবার্ট অ্যাপেহ। তার বাবার নাম এমেকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির পাসপোর্টের তথ্যমতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতের নয়া দিল্লি এয়ারপোর্টে আসেন। সেখানে দীর্ঘদিন অবস্থান করে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক নাইজেরিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তারেক চৌধুরী/আরকে