রাজবাড়ীতে অসহায় ও দুস্থদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজবাড়ীর কালুখালীতে গরিব ও অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী জেলার কালুখালী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পেইন চলাকালে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবা মূলক কর্মকাণ্ড অব্যহত থকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। দিনব্যাপী এই এই মেডিকেল ক্যাম্প চলবে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ সময় বিনামূল্যে ঔষধ প্রদান,ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া মেডিসিন, সার্জারি, শিশু, চক্ষু ও নাক-কান-গলা বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ১০ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে