সাভার থেকে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
ঢাকার সাভার থেকে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মৃধা (৩৪) ও কৃষ্ণ পালকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সাভার কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল মৃধা। তিনি সাভার পৌর এলাকার কাজী মোককোল পাড়া মহল্লার মৃত আজহার আলীর ছেলে। অন্যজন হলেন পৌর এলাকার পালপাড়া মহল্লার নকুল পালের ছেলে কৃষ্ণ পাল (৩৮)।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।
লোটন আচার্য্য/এমজে