অকটেনের আগুনে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আকতার নামে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় ঘাতক স্বামী আবদুল জব্বারকে হাশিমপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যান তিনি।
এ ঘটনায় ভিকটিম নাজমা আকতারের ভাই মো. তারেক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন
পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নাজমা আকতারের সঙ্গে বিয়ে হয় আবদুল জব্বারের। বিদেশে যাবে বলে বিভিন্ন সময়ে নাজমা আকতারকে টাকার জন্য চাপ প্রয়োগ করতেন আবদুল জব্বার। গত শুক্রবার রাতে নাজমা আকতারের বাবার বাড়ি দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামে ঝগড়া লাগে তার। এসময় রান্না করছিলেন নাজমা আক্তার। এক পর্যায়ে আগে থেকে আনা অকটেন স্ত্রীর দিকে ছুঁড়ে মারেন আবদুল জব্বার। জ্বলন্ত চুলায় অকটেন পরে নাজমার শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে মারা যান তিনি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ নাজমা চমেক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় সকালে ঘাতক স্বামী আবদুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমএন/এমএন