চারুকলার আয়োজনে বরিশালে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু
শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা বরিশালের আয়োজনে জয়নুলের জলছবি শীর্ষক তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।
নগরীর হাসপাতাল রোডের গাঙ্গুলী বাড়িতে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এই আর্ট ক্যাম্প শুরু হয়।
বরিশাল ও ঝালকাঠি অঞ্চলের ৪০ জন শিক্ষার্থী শিল্পী এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন।
আর্ট ক্যাম্পে ড্রয়িং ও জলরং মাধ্যমে আঁকা হয়। আর্ট ক্যাম্প পরিচালনা করেন শিল্পী তাপস কর্মকার। শনিবার নগরীর বাঁন্দ রোডস্থ পদ্ম পুকুরের পাড়ে দ্বিতীয় দিনের মতো আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। পরে ২৯ ডিসেম্বর জেলা শিল্পকলা অ্যাকাডেমির মুক্তমঞ্চে অংশগ্রহণকারী শিল্পীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
জলরঙে অংশগ্রহণকারী শিক্ষার্থী অনিক দে বলেন, এই কর্মশালার মাধ্যমে বাইরের প্রকৃতিতে কাজ করার অভিজ্ঞতা সত্যি সুন্দর। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সমৃদ্ধ করে।
কর্মশালা পরিচালক তাপস কর্মকার বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনকে স্মরণ করতেই আমাদের এই আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ঐতিহ্য-প্রকৃতি সম্পর্কে জানতে পারবে।
চারুকলা বরিশালের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী বলেন, চারুকলা প্রতিবছরই এই ধরনের আয়োজন করে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিজের এলাকা প্রকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে