কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
দিনাজপুর পার্বতীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পার্বতীপুর-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে তানভির ইসলাম মোহন (২৫) ও তানভিরের স্ত্রী তাজমিন আক্তার (১৯)।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুষ ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌঁছালে রংপুর থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালত নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় নিহতের স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানকে আটক করা হলেও চালক পালিয়ে যান।
সোহাগ/এএমকে