ঝিনাইদহে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
জেলার কালীগঞ্জ উপজেলায় আখ বোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রানা হোসেন (২০) কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে বালিয়াডাঙ্গা-শিশুতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকাল চারটার দিকে মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন রানা হোসেন। পথে বালিয়াডাঙ্গা এলাকার শামছুল খানের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা আখ বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন
এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান রানা হোসেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রলি জব্দ করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন/এমএসএ