গোপালগঞ্জে ছাত্র-যুব মতুয়া মহাসম্মেলন শুক্রবার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র যুব মতুয়া মহাসম্মেলন। বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দী ঠাকুরবাড়ী এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মতুয়া মাতা শ্রী সীমাদেবি ঠাকুরের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হবে এই মহাসম্মেলন। এরপর সম্মেলনের শুভ উদ্বোধন করবেন মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর।
শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী দেবব্রত ঠাকুর, মহামতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর সহ মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ।
এছাড়াও মহাসম্মেলনে উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী শ্রী অর্জুন বিশ্বাস।
ছাত্র যুব মতুয়া-মহাসংঘের সভাপতি শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামী বলেন, ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাসম্মেলন উপলক্ষ্যে দেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে দাওয়াত ও ব্যানার লাগানো হয়েছে। আগামীকাল মহাসম্মেলন হলেও শ্রীধাম ঠাকুর বাড়ি আজ থেকেই ভক্তবৃন্দ আসতে শুরু করেছে। আশাকরি আমাদের এই আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ করতে পারব।
আরএআর