শামীম হত্যার বিচার দাবিতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান এবং নিহত শামীম আহমেদের চাচা মাসুদ রানা।
বক্তারা কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপসহ হত্যায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে গুরুতর আহত করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা শামীম আহমেদকে হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
রিপন আকন্দ/আরএআর