মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় জামায়াতের প্রবীণ কর্মী নিহত
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় মুসা মিয়া (৮০) নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম রোডের এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল বাস স্টান্ড এলাকার বাসিন্দা।
আরও পড়ুন
পুলিশ সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম রোডে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ আসার সময় এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মুসা মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা আহত মুসা মিয়াকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল পৌরসভা জামায়াতের আমির মনিরুল ইসলাম বলেন, নাচোল থেকে দলীয় কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে জামায়াতের প্রবীণ কর্মী মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত অফিস আসছিলেন। পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, সদর উপজেলার ঝিলিম রোডে ট্রাকের সঙ্গে মটরসাইকেলের ধাক্কায় মুসা মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
আশিক আলী/এমএসএ