চাঁদপুরে সংঘর্ষে আহত আ.লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বুধবার (২৫ ডিসেম্বর)সকালে মারা যান তিনি।
নিহত মনির হোসেন মনা উপজেলার হরিপুর দশআনি বাড়ির আব্দুর জব্বার বেপারির ছেলে।
স্থানীয়রা জানান, গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় মনির হোসেনের ছেলে শাহজাহানও গুরুতর আহত হন। তার মাথায় ৩৫টি সেলাই করা হয়েছে। আহতদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন
হাজীগঞ্জ থানা পুলিশের ওসি মহিউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পৃথকভাবে হাজীগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। তবে নিহত মনির হোসেনের পরিবারের পক্ষ থেকে নতুন একটি অভিযোগ নেওয়া হচ্ছে । এটি পারিবারিক ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ। আজ বিকেলে নিহত মনির হোসেন মনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারুল হক/এআইএস