ভেঙে ফেলা নিজামীর নামফলক উন্মোচন করলেন ছেলে
পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী থাকাকালীন ২০০৬ সালের ১৩ অক্টোবর পাবনা সার্কিট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা ভেঙে ফেলা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাবনা সার্কিট হাউজে নিজামীর ছেলে ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় মোনাজাতের মাধ্যমে সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক নতুন করে উন্মোচন করেন।
পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, তৎকালীন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর নিজামী সাহেবকে বলেন- স্যার পাবনায় কোন সার্কিট হাউজ নেই। তখন নিজামী সাহেব বললেন- যেটা আছে সেটা কী? উত্তরে ডিসি বলেছিলেন এটা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউজ। তখন নিজামী সাহেব বললেন ঠিক আছে পাবনায় সার্কিট হাউজ করার সিদ্ধান্ত নিলাম। পরবর্তীতে একটি বাজেট পাস করে পাবনায় সার্কিট হাউজ উদ্বোধন করেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই নামফলক ভেঙে দিয়ে উনার নাম মুছে দেওয়ার চেষ্টা করে। যারা নাম মুছে দিতে চেয়েছিল তারা এখন পালিয়ে বেড়াচ্ছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান, মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন পাবনার যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাওলানা আব্দুস সুবহানের ছেলে আব্দুল হালিম লালসহ পাবনা ও সাঁথিয়ার জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাকিব হাসনাত/আরএআর