বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দেড়শতাধিক অবৈধ স্থাপনা
ভোলার লালমোহন পৌরসভায় রাস্তার দুইপাশ দখল করে গড়ে ওঠা দেড়শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে লালমোহন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লালমোহন উপজেলা সদর পৌরসভার বাজারসহ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে লালমোহন পৌরসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুইপাশ দখল করে অবৈধ স্থাপনা দোকানপাট বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় অবৈধ দখলদাররা। এতে পথচারীদের চলাচল বিঘ্ন ঘটে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে লালমোহন উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহ আজিজ ঢাকা পোস্টকে বলেন, নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে লালমোহন বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি। এসময় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলামসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খাইরুল ইসলাম/আরকে