ভাঙ্গায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় মো. নাইম (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ভ্যান চালকের বাড়ি ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিলাধরচর মহল্লায়।
স্থানীয়রা জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়। ড্রাম ট্রাকটি আইন অমান্য করে টোল ফাঁকি দেওয়ার জন্য মূল সড়ক রেখে ভ্যান ও রিকশা চলাচলের সড়ক দিয়ে যাচ্ছিল বলে স্থানীয়রা জানায়।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, ট্রাকটি ভাঙ্গার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ভ্যানটি বিপরীত দিক থেকে এসে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ভেতর দিয়ে বের হওয়া মাত্রই ট্রাকটি ভ্যানচালককে চাপা দেয়। ভ্যানচালক রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহির হোসেন/আরকে