সংস্কার বুঝি না, এইটুকু বুঝি পরিবর্তন লাগবে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সংস্কার নিয়ে যে কথা হচ্ছে। আপনারা শুনতেছেন না সংস্কার সংস্কার সংস্কার? জানেন সংস্কার কী জিনিস? আমিও বুঝি না। এইটুকু বুঝি আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কী? আমার ভোট যেন আমি নিজে দিতে পারি এটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে আমার কথাগুলো নিয়ে যেন আলাপ হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছর ধরে আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক কষ্ট করেছি এবং অনেক কষ্ট ভোগ করেছি। তাই আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা বড় প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে একটি নির্বাচন করতে চাই। সে নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে নির্বাচিত করতে চাই।
আওয়ামী লীগের দুঃশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, এখন আর জেলে যেতে হবে না । আমরা এখন ওই শান্তিতে আছি যে রাত্রি হলে পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এটুকু শান্তিতে আছি আমাদেরকে ওই খেত বাড়িতে ধান বাড়িতে অথবা গাছের ওপরে বসে থাকতে হবে না রাত্রে। যেটা আমাদেরকে গত ১৫ বছর ধরে থাকতে হয়েছিল।
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে। বুকের রক্ত দিয়ে লাখ লাখ মানুষ শহীদ হয়ে গিয়েছিল। হিন্দু-মুসলমান ভাইয়েরা ঘরবাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম। আমরা সেটা ভুলি নাই। আমরা যে ভারতে গেলাম, উদ্বাস্তু হয়ে গেলাম, আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে। পাক হানাদার বাহিনীরা লুট করে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে এবং একটি দেশ পেলাম। আমাদের মনে আশা ছিল যে, শেখ মুজিবুর রহমান বড় নেতা। তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটি সুন্দর দেশ দেবেন, শান্তির দেশ। যেখানে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা পাই নাই। ওই স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি কাটাকাটি খুন যখম হিংসা।
মির্জা ফখরুল বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার মানুষ যে নেতাকে (শেখ মুজিবুর রহমান) এত ভালোবাসলো, যে দলটাকে ভালোবাসতো (আওয়ামী লীগ) সে দলটাই এ দেশের মানুষের ওপর চড়াও হয়ে গেল। রব সাহেবের জাসদ আওয়ামী লীগের কাছ থেকে সেই সময় বাহির হয়ে আসছিল। এ দলটা মনে করেছিল আওয়ামী লীগ সেই সময় ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছিল না। ওই সময় আওমীলীগ দুর্নীতি চুরি লুটতরাজ নিয়ে ব্যস্ত ছিল। স্বাধীনতার পরপরই সে জাসদের প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করেছিল।
আরএআর