ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে : প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। অথচ বাস্তবে এদেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলা বা নির্যাতনের ঘটনা নেই। আগামী ২৫ ডিসেম্বর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, রাষ্ট্র সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখবে। এতে কেউ সংখ্যালঘু বা দুর্বল নেই। বিএনপি জাতি-ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষদের নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। আগামী দিনেও দেশের সকল ধর্মের মানুষের প্রতি বিএনপির এই সম্প্রীতি বজায়ে থাকবে।
শুভেচ্ছা বিনিময়কালে ধোবাউড়া ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক, জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুস শহীদ, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পদক মাসুদ চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, আদিবাসী নেতা লিলিয়ান পাঠাংসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর