মৎস্য বীজ উৎপাদন খামার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, নারী আটক
ময়মনসিংহে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় ফারজানা শান্তা (২২) নামে এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালি মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।
এর আগে গতকাল রাতে নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি মৎস বীজ উৎপাদন কেন্দ্রের স্টাফদের থাকার রুম থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হওয়া ফারজানার স্বামী হৃদয় মিয়া (২৪) এবং তন্ময় ( ২৫) নামের এক যুবক জড়িত বলে জানিয়েছেন ডিআইজি। তবে অভিযানের সময় হৃদয় ও তন্ময় পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে- একটি নাইন এমএম পিস্তল, একটি পুরাতন পিস্তল, ম্যাগজিন, এয়ারগান, সিসা গুলি ১৩০ পিস, টেলিস্কোপ, সামুরাই, সুইচগিয়ার, চাকু, চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, ছুরি, ঢেগার, মোটরসাইকেল, নগদ টাকা, ফেনসিডিল ও বিদেশি মদ।
ব্রিফিংয়ে ডিআইজি জানান, কোথা থেকে কীভাবে এই অস্ত্রগুলো এনে কারা সংগ্রহে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আটক হওয়া ফারজানা জানিয়েছেন তার স্বামী হৃদয় ও তন্ময় এসব অস্ত্র ও মাদক কেনাবেচা করতেন। কিন্তু এতগুলো অস্ত্র কোনো সাধারণ মানুষের মাধ্যমে সংগ্রহ হয়েছে বলে আমরা মনে করছি না, অবশ্যই এর পেছনে কোনো বড় ধরনের চক্র জড়িত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে এই রহস্য উন্মোচন করা হবে।
ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ পারভেজ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছেন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর