গাইবান্ধায় পৃথক ট্রাকচাপায় নারীসহ নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ট্রাকচাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। ঘন কুয়াশায় রাস্তা পারাপারের সময় এসব দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
রোববার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
এর আগে, সকালে উপজেলায় এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সকালের দিকে উপজেলার বনফুল হোটেল এলাকায় এবং ভোরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লুকাস মুরমু (৩০)। লুকাস মুরমু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির চামগাড়ি এলাকার হোপনা মুরমুর ছেলে। অপরদিকে, দুর্ঘটনায় নিহত নারীর মাথা পিষ্ট হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক লুকাস মুরমুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অন্যদিকে, একই দিন এ ঘটনার আগে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাতনামা অপর একটি ট্রাক অজ্ঞাতনামা এক নারীকে চাপা দেয়। এতে ওই নারীও ঘটনাস্থলেই নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় পৃথক দুটি ট্রাকচাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুকাস মুরমুর মরদেহ তার স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
রিপন আকন্দ/এএমকে