৬ মাস পর ধানুয়া কামালপুর স্থলবন্দরে পাথর আমদানি শুরু
জামালপুরের বকশীগঞ্জ ধানুয়া কামালপুর স্থলবন্দর দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর পাথর আমদানি শুরু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ভারতের মেঘালয় থেকে পাথর ভর্তি ২০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। পরে শুল্ক কর্মকর্তারা ট্রাকগুলো খালাস করেন।
বন্দর ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর চালুর প্রথম দিনেই ব্যবসায়ীরা ২০টি ট্রাকে ১২ মেট্রিকটন করে মোট ২৪০ মেট্রিকটন পাথর আমদানি করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক সমিতি ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সরকারি ছুটির বাইরে প্রতিদিন পাথর আমদানির কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
লোড-আনলোড শ্রমিক জিয়াউল মিয়া বলেন, অনেক দিন বন্দরে আমদানি না হওয়ায় আমাদের আয় বন্ধ ছিল, খুব কষ্টে ছিলাম। এখন আমদানি শুরু হয়েছে, আশা করি আগে যে ক্ষতি হয়েছিল তা পুশিয়ে নিতে পারবো।
বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ বলেন, পাথর আমদানি শুরু হওয়ায় বেকার শ্রমিকরা পুনরায় কাজে ফিরতে শুরু করেছেন। এতে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাশাপাশি বন্দরের কার্যক্রমও পুরোদমে শুরু হবে।
বন্দরে বেশি চার্জ, অতিরিক্ত শুল্ক আদায়, ভারতের পাথরের মূল্য বেশি হওয়া, ব্যবসায়ীদের সুবিধামতো পাথর আমদানির সুযোগ না দেওয়াসহ নানা সমস্যার কারণে চলতি বছরের জুন মাস থেকে আমদানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এসব জটিলতা কাটিয়ে ২০টি পাথর ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করে।
বন্দরের শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম জানান, বিভিন্ন কারণে বন্দর দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীদের আমদানির ক্ষেত্রে বন্দরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি।
মুত্তাছিম বিল্লাহ/এএমকে